আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারের বনগাঁও ইউনিয়নের নয়ানগর জামে মসজিদ সংলগ্ন মাঠে বনগাঁও ইউনিয়ন কালচারাল ক্লাবের উদ্যোগে ২৫ শে জানুয়ারি ২০২১ সোমবার রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটি পরিচালনা করেন বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগ।
চাকুলিয়া একাদশ বনাম কুন্ডা একাদশের মধ্যকার ব্যাডমিন্টন ফাইনাল খেলায় চাকুলিয়া একাদশ ২-০ পয়েন্টে কুন্ডা একাদশকে পরাজিত করে ফাইনালে জয়ী হয়। বনগাঁও ইউনিয়ন পরিষদের সফল ও স্বনামধন্য চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার তুলে দেন।
এ সময় চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন ছেলে-মেয়েদেরকে মাদক সন্ত্রাস কিশোরগ্যাং চাঁদাবাজি চুরি ইত্যাদি অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে খেলা ধুলার সাথে সম্পৃক্ততা রাখতে হবে। এ জন্য বনগাঁও ইউনিয়নের প্রতিটি এলাকার জনগণের কাছে অনুরোধ করেন ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলা ধুলায় অংশগ্রহণ করতে।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইমতিয়াজ, এছাড়া বনগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মদিন, বনগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বনগাঁও ইউনিয়ন কালচারাল ক্লাবের ব্যাটমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন মোঃ আব্বাস।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy