আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
সাভারে বন্যা কবলিত ইউনিয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য চাল ও শুকনা খাবার বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
বুধবার দুপুরে সাভার উপজেলা কমপ্লেক্সে বনগাঁও ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২ টন জিআর এর চাল এবং ১০০ প্যাকেট শুকনা খাবার বিতরনের জন্য বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ সাইফুল ইসলাম এর হাতে চালের ডিউ তুলে
দিয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ‘উপহার’ হিসেবে বন্যা দূর্গত সাভারবাসীর জন্য মোট ১০০টন
জিআর এর চাল, শুকনা খাবার ২ হাজার প্যাকেট ও নগদ ৫লক্ষ টাকা বরাদ্দ এসেছে।
পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নগুলোর বন্যার্দূগতদে জন্য আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ সামগ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলে দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, প্রতিটি শুকনা খাবারের প্যাকেটের ভিতরে রয়েছে- ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম নুডুলস ইত্যাদি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy