আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে ৪জন নিহত ও প্রায় ৪০ জন আহত হয়েছেন। নিহতদের সকলেই পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী। জানা গেছে, রোববার সকাল প্রায় ৯ টার দিকে ঢাকাগামী সেইফ লাইন পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে যায়।
এ সময় অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাকের সাথে কোচটির সংঘর্ষ হয়। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পরমানু শক্তি কমিশনের কর্মচারী পরিবহনের একটি বাস ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা পতিত হয়। এ সময় ঘটনাস্থলে ২ জন ও চিকিৎসাধীন অবস্থায় আরো ২জনের মৃত্যূ হয়।
এরা হলেন, সাভার গনকবাড়ির বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাউসার আহমেদ রাব্বি। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের অধিবাসী। অপর নিহতরা হলেন, পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা পূজা সরকার, ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন।
দুর্ঘটনায় আহত প্রায় ৪০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy