সাভারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও ভাকুর্তা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রহমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পৃথক দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এর মধ্যে গ্রেপ্তার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহমান সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। বুধবার (২৬ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আব্দুর রহমানের নামে একটি মামলা ছিলো, সেই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে”।
অপরদিকে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, তাদের দুই জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (২৬ জুলাই) দুপুরে পৌর এলাকার মজিদপুর মহল্লায় নিজ বাসার সামনে থেকে আব্দুর রহমানকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন তার পরিবারের সদস্যরা।
আব্দুর রহমানের স্বজনরা জানান, বুধবার দুপুরে নিজ বাসার সামনে টিসিবির পণ্য বিতরণ করার সময় সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুনের নেতৃত্বে একদল পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
তবে কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবিষয়ে পুলিশ কিছু জানায়নি বলে জানান তারা।
এছাড়াও তার নামে পূর্ববর্তী সময়ে যেসব মামলা ছিলো তার সবগুলোতেই তিনি জামিনে রয়েছেন বলেও জানান তার পরিবারের সদস্যরা।