প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২০, ১২:০৬ পি.এম
সাভারে মাদক ও মিনি ক্যাসিনো বোর্ডসহ ২১ জুয়ারীকে আটক করেছে র্যাব
আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক ও মিনি ক্যাসিনো ইলেকট্রনিক বোর্ডসহ ২১ জুয়ারীকে আটক করেছে র্যাব-৪।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি ৩, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাতে ঝটিকা অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জামালপুর জেলার মোঃ বিল্লাল (৩৮), ঢাকা জেলার মোঃ জুয়েল (২৮) মোঃ মইদুল ইসলাম (৩২), জামালপুরের মোঃ সবুজ মিয়া (২৮), ঢাকা জেলার মোঃ শরিফ (২৮), টাঙ্গাইলের মোঃ লিটন (৪৫), ফরিদপুর জেলার মোঃ রবিউল মোল্ল্যা (২৪), গাইবান্ধা জেলার মোঃ আবু তালেব (২০), ঢাকা জেলার মোঃ দিয়াজুল ইসলাম (২০), জামালপুরের মোঃ শিপন (২০), রংপুর জেলার মোঃ আব্দুল আলিম (৩৫), জয়পুরহাট জেলার মোঃ আজাদুল ইসলাম (৫০), রাজবাড়ি জেলার মোঃ সোহেল মোল্ল্যা (৩২), গাইবান্ধা জেলার মোঃ আসাদুল ইসলাম (৩০), ঢাকা জেলার মোঃ এখলাছ (৩৫), মোঃ মঈন মিয়া (২৮), নাটোর জেলার মোঃ মাসুদ রানা (২০), গাইবান্ধা জেলার মোঃ হাবিবুর রহমান (৪৭) ময়মনসিংহ জেলার মোঃ রুবেল মিয়া (৩৩), বরিশাল জেলার মোঃ ফজলে রাব্বি (২২), ও নোয়াখালী জেলার মোঃ রনি ভূঁইয়া (২৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমান এর উপস্থিতিতে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে আশুলিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়৷ তথ্য ছিল, সেখানে কিছু অসাধু লোকজন ক্যারাম খেলার আড়ালে ক্যাসিনোসহ মাদক দ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে। অভিযানে তথ্যের সত্যতা মেলে ও মিনি ক্যাসিনো জুয়ার আসর হতে প্লেয়িং কার্ডসহ ১ টি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ১০০ পিস ইয়াবা, ১২ ক্যান বিদেশী বিয়ার, ২২ টি মোবাইল এবং নগদ ৩৮ হাজার টাকাসহ ২১ জুয়াড়ীকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল জানান, আটকরা উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে। ক্যাসিনো বোর্ডের মূল মালিক পলাতক রয়েছে। মূল মালিকসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy