আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে রোহানুর ইসলাম রোহান নামে এক তরুণকে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাস স্ট্যান্ড এলাকায় কয়েক’শ মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
নিহত রোহানুর ইসলাম রোহান সাভার পৌর সভার উলাইল কর্ণপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুস সোবহানের ছেলে। সে স্থানীয় রোদেলা মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
মানববন্ধনে উপস্থিত রোহানের বাবা আব্দুস সোবহান বলেন, ‘ঘটনার দিন আমার ছেলে রোহান আমার সঙ্গে বাড়ি নির্মাণ কাজে সহযোগিতা করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝাল মুড়ি খাওয়ার জন্য আমার কাছ থেকে ৪০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমার কাছে ফোন আসে রোহানুল এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে আছে। এ সময় দ্রুত হাসপাতালে গিয়ে দেখি ছেলের মরদেহটি ট্রলির ওপর পড়ে আছে। প্রশাসনের কাছে ছেলে হত্যার বিচার চাই, যেন ভবিষ্যতে কোন বাবা মায়ের বুক খালি না হয়।’
মানববন্ধনে উপস্থিত রোদেলা মডেল স্কুলের শিক্ষকরা বলেন, ‘রোহান অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। আমরা রোহান এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসি দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, গত শনিবার পৌরসভার উলাইল কর্ণপাড়া এলাকা থেকে বন্ধু হৃদয় তাকে ফোন করে ব্যাংক কলোনি এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনাটি অ্যালাইড স্কুলের এক সিসিটিভিতে ধরা পড়ে। ওই দিন রাতেই হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত হৃদয়কে সাভারের আউকপাড়া থেকে আটক করে পুলিশ। এঘটনায় রোববার রাতে নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy