আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারে পালিত হয়েছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। বৃহস্পতিবার সকালে ফিজিওথেরাপি বিভাগের আয়োজনে সাভার সিআরপিতে এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানটি সিআরপির নির্বাহী পরিচালক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলি খান খসরু, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বিএইচপিআই এর অধ্যক্ষ ডাঃ ওমর আলী সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানীত হয়ে সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী টেইলর একটি ব্রত নিয়ে এদেশে আসেন এবং পক্ষাঘাতগ্রস্ত অসহায় প্রতিবন্ধী মানুষকে সেবা দেওয়ার লক্ষে দেশব্যাপী সুনামধন্য সিআরপি নামক প্রতিষ্ঠান তৈরী করেন।
দেশে এখনও অনেক জনগন অস্টিও-আর্থাইটিস রোগে আক্রান্ত আছে যারা দেশের বিভিন্ন জেলা থেকে এই সিআরপি অনেক কষ্ট করে চিকিৎসা নিতে আসেন তাই এই প্রতিষ্ঠানটি আরো সম্প্রসারণ করার লক্ষ্যে সরকারের সকল প্রকার সহযোগিতা থাকবে।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফী, সাভার উপজেলা সমাজসেবা অফিসার শিবলীজ্জামান, সাভার থানা অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম, সাভার পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ সহ সিআরপির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy