ঢাকা জেলার সাভার এলাকা হতে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র্যাব-৪; এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
রবিবার (২৬ নভেম্বর ) সকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন মজিদপুর কাঁঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার মোঃ নাগর হোসেন ও গাজীপুর জেলার মোঃ জুয়েল মোল্লাকে গ্ৰেফতার করে। এ সময়ে তাহাদের নিকট থেকে মাদক বহনকারী পিক-আপ ভ্যান তল্লাশি করে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয।
র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এ বিষয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy