আনোয়ার হোসেন আন্নুঃ
সাভারে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মজনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) মজনুর রহমান ওরফে মজনু কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানার খাজানগর গ্রামের আব্দুল বারেক দুলুর ছেলে। সে ঢাকা জেলার সাভার থানাধীন ভরারী আব্দুল মজিদের ভাড়া বাড়িতে থেকে মাদকের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাওছার সুলতান জানান, বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মজনুকে আটক করি। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ইয়াবা এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার জানান, মজনুর বিরুদ্ধে কুমিল্লা, রাজধানীর দারুস সালাম ও মোহাম্মদপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।