প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২১, ৫:৩৯ পি.এম
সাভারে ৩ হাজার ভায়াল করোনা ভ্যাকসিন হস্তান্তর
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ভারতের জনগণ এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ‘উপহার’ হিসেবে পাঠানো কোভিড-১৯ ভ্যাক্সিনের ৩ হাজার ভায়াল (৩০ হাজার মানুষকে প্রদান করা যাবে) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এই পরিমাণ ভ্যাক্সিন গ্রহন করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
ভ্যাক্সিন গ্রহন পরবর্তী সাংবাদিকদের ডা. সায়েমুল হুদা জানান, আমরা তিন হাজার ভায়াল কোভিড-১৯ ভ্যাক্সিন গ্রহন করেছি, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ডা. সায়েমুল হুদা এসময় আরও বলেন, করোনা ভ্যাক্সিন যারা প্রদান করবেন, এসংক্রান্ত টিকা প্রদানকারী ও সকল স্বেচ্ছাসেবী সদস্যদের ইতোমধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সমগ্র বিষয়টি মনিটোরিং করার জন্য আমাদের স্পেশাল রেসপন্স টিম সম্বলিত চিকিৎসকগণ রয়েছেন। মোটকথা, সাভার উপজেলাবাসীকে সুষ্ঠুভাবে করোনা ভ্যাক্সিন প্রদান, পর্যবেক্ষণ ও করণীয় ব্যাপারটি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
করোনা ভ্যাক্সিন গ্রহনকালে এসময় অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও নুসরাত জাহান সাথী, এম ও ডি সি, ষ্টাফগণ সহ সাংবাদিকবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy