ডেস্কঃ
সাপ্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীরাও মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাস থেকে রেহাই পাচ্ছেন না।
আজ সোমবার পর্যন্ত সাভারে ৪ জন সাংবাদিক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন চৌধুরী (খোকা)।
আক্রান্তদের বেশিরভাগই ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। এদের মধ্যে এনটিভি সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি ওপু ওহাব ও যমুনা টিভির ওমান প্রতিনিধি এইচএম হুমায়ন কবির রয়েছেন। এছাড়াও প্রিন্ট মিডিয়ার মধ্যে দেশ রূপান্তর পত্রিকার সাভার প্রতিনিধি ওমর ফারুক আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে অনেকে বাসায় ও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
সাভারে আক্রান্ত সাংবাদিকদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন। ফলে সংবাদকর্মীরা করোনাভাইরাস বহন করলেও সেটি জানছেন না।
অক্রান্ত সকলে সাভার-আশুলিয়াসহ দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy