আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধি
নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে সাভার উপজেলা প্রশাসন ও বর্তমান সরকার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন। পরে একে একে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম রাজীব।এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের সভাপতি ইয়াসমিন চৌধুরী সুমি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আলোচনা সভায় এ সময় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
এছাড়া দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা এবং চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণ, পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy