আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাভার, ঢাকা এর বাস্তবায়নে এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ।
মূলত রবি (২০২১-২০২২) মৌসুমে গম, ভুট্টা, সরিষা, মশুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় সরকার বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন খাঁন, মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়াসমিন আক্তার (সুমি) প্রমুখ।