আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
উপজেলা পর্যায়ে সকল সরকারী কর্মকর্তাদের নিরাপত্তা দেবে সরকার। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার দুপুরে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে আয়োজিত “তৃতীয় পলিসি ডায়লগ” অনুষ্ঠানে যোগ দিয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এসময় আরও বলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ইউএনওর উপর হামলার ঘটনায় নারী কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ইতিমধ্যে বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনীর চারজন করে সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো এখন থেকে সেই সব এলাকায় নারী সরকারী কর্মকর্তাদের বদলির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সেমিনারে এসময় প্রধানমন্ত্রীর মুধ্য সচিব ড.আহমদ কায়কাউস বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারী কর্মকর্তারা দিন রাত কাজ করে যাচ্ছেন।তিন দিন ব্যাপী এ সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয়ের বিশজন সিনিয়র সচিব অংশ গ্রহন করেন। সেমিনারে এসময় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভুঁইয়া। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।সেমিনারের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো “২৫ বছরে জননীতির চ্যালেঞ্জ সমুহে আমরা কতটুকু প্রস্তুত।”সেমিনারে এসময় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy