আনোয়া্র হোসে আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সাভার কলেজ মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি।
অনুষ্ঠানের শুরুতে এবং শুভেচ্ছা বক্তব্যের ফাঁকে ফাঁকে সম্মিলিত সাভার সাংষ্কৃতিক জোট এর আয়োজনে বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশাত্মবোধক গান এবং নৃত্যে মুদ্ধ হন আমন্ত্রিত সকল অতিথি ও দর্শকবৃন্দ। এর আগে, সাভারের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ আনন্দ-মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। মোটকথা উপজেলা আওয়ামী লীগের এই নবগঠিত কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে সাভারে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব নবগঠিত কমিটির সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দিয়ে মঞ্চে আহবান করেন।
এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি, সাভার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিল আফরোজ শামীম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ফখরুল আলম সমর, মেহেদী মাসুদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা প্রমুখ সহ অন্যরা। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি নবগঠিত কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই কমিটির সকলের প্রতি আহবান জানান।
তিনি আরও জানান, আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন, আজ সাভার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির অভিষেক। আজ এই মঞ্চে অনেকগুলও ফুল ফুটেছে, এই ফুল নবগঠিত কমিটির সকল সদস্যগণ। প্রতিমন্ত্রীএসময় আরও বলেন, বিএনপি-জামাত জোটের কাছে ইতোমধ্যে এই ম্যাসেজ পৌঁছে গেছে যে, সাভার আওয়ামীলীগ এখন আর দুর্বল নয়, অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। আর আমাদের এই শক্তির মূল উৎস নিজেদের ভিতরের সমঝোতা এবং আন্তরিকতা। আর এটাই আমাদের ধরে রাখিতে হবে। প্রতিমন্ত্রী আরও জানান, তৃতীয় লিঙ্গের মানুষ যারা অবহেলিত ছিলো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকেও মূলধারার রাজনীততে আমরা সম্পৃক্ত করেছি।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ায় সাভার উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাবে। এই সম্পূর্ণ কমিটি গঠিত হওয়ায় এখন সংগঠন আগের চেয়ে আরো গতিশীল হবে উল্লেখ করে এব্যাপারে নবগঠিত কমিটির সকলকে নির্দেশনা প্রদান করেন। সাভার উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কোনো ভবন নেই উল্লেখ করে মঞ্জুরুল আলম রাজীব জানান, আমরা নিজেরাই টাকা দিয়ে আমাদের নিজস্ব ভবন তৈরী করবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy