আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফখরুল আলম সমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা নাজিয়াত আহমেদ।
এ ব্যাপারে ফখরুল আলম সমর বলেন, ‘আমি আমার কাজের ফলাফল পেয়েছি। আমি যে কাজ করেছি এতে আমি ব্যাপক ভোটে নির্বাচিত হতাম। আমার জনপ্রিয়তা দেখেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আমি আমার ভালো কাজের ফলাফল পেয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’
তেঁতুলঝোড়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ বলেন, ওই ইউনিয়নের জন্য আজই (৯ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সময় শেষ হওয়ার আগে তেঁতুলঝোড়া ইউনিয়নে কেউ মনোনয়ন জমা দেননি। শুধু ফখরুল আলম সমর তার মনোনয়ন জমা দেন। তার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাভারে পঞ্চম ধাপের নির্বাচনে মোট ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে তেঁতুলঝোড়া ইউনিয়নের ফলাফল জানা গেছে। এ ব্যাপারে প্রধান রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসেনের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।