আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৮ অক্টোবর) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় পল্লী চিকিৎসক কেন্দ্রীয় নেতৃবৃন্দ নামের আগে পল্লী চিকিৎসকগন ডাক্তার পদবী ব্যবহার করবেন না বলে অঙ্গীকার করেন।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, ডাক্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদবী । যে কেউ যে কোন পর্যায়ের ডিগ্রী নিয়ে নামের আগে এই শব্দ বসাতে পারেন না কিংবা নিজেকে
ডা. (ডাক্তার) বলে পরিচয় দিতে পারেন না। কিন্তু আমাদের দেশে এর যত্রতত্র ব্যবহার লক্ষ্য করা যায়।
এপ্রসঙ্গে ডা. মোহাম্মদ সায়েমুল হুদা ডা. (ডাক্তার) পদবী ব্যবহারের কিছু আইন সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০(২০, ডিসেম্বর ২০১০-এ প্রকাশিত গেজেট) এর ধারা ২২(১) ও ২৯(১) এর আওতায় MBBS/BDS বাদে অন্য চিকিৎসকদের নামের আগে ডাঃ (ডাক্তার) পদবী ও নামের পরে ডিগ্রী ব্যবহার অপরাধ ।
তিনি আরও জানান, ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ তাদের নামের পূর্বে ডাক্তার পদবী লিখতে পারবেন না। তাও আবার তাকে বিএমডিসি’র রেজিস্ট্রেশনভুক্ত হতে হবে। এর ব্যত্যয় ঘটানো শাস্তি যোগ্য অপরাধ।
ডা. সায়েমুল হুদা সকল পল্লী চিকিৎসকগণের প্রতি আহবান জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি সাভার উপজেলায় সকল পল্লী চিকিৎসকগন বিধি মেনেই যার যতটুক কার্যপরিধি ততটুকু সেবা দিয়ে প্রয়োজনে রেফার করবেন। সীমালংঘন করবেন না, আপনাদের উপর আমার আস্থা আছে। আপনারা দুর্যোগ মোকাবেলায় পাশে থেকে সহযোগিতা করে যাবেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।