আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চ্যানেল আইয়ের সাভার প্রতিনিধি জাকির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আলোচনা সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক লাইজু আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক খোকা মোহাম্মদ চৌধুরী, আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব ব্যুরো প্রধান মোজাফ্ফর হোসেন জয়, এটিএন নিউজের সাভার প্রতিনিধি জাহিদ হাসান শাকিল, স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চ্যানেল আই যুগ যুগ ধরে বেঁচে থাকবে দেশের ১৭ কেটি মানুষের হৃদয়ে। গত ২১ বছরে চ্যানেল আই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষের আস্থা এবং মন জয় করতে সক্ষম হয়েছে। সেই সাথে চ্যানেল আই সামনের দিনে দেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন ও সাংস্কৃতিকে বিশ্ব দরবারে আরো জোড়ালোভাবে তুলে ধরবে বলে প্রত্যাশা করেন তারা। এছাড়া সাংবাদিকরা সবসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ গণমাধ্যমে তুলে ধরছে বলেও জানান বক্তারা।
পরে উপস্থিত অতিথিরা কেক কাটে ও বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে চ্যানেল আইয়ের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy