প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৫:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৬:৪২ পি.এম
সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ২ ফেব্রুয়ারি
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভার পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহন অনুষ্ঠান আগামী ২ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সদ্য সম্পন্ন হওয়া সাভার পৌর নির্বাচনে বিজয়ী মেয়র ও ৯ ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও সংরক্ষিত ৩টি আসনের মহিলা কাউন্সিলর সহ মোট ১৩ জন শপথ গ্রহন করবেন।
উল্লেখ্য, মেয়র পদে নৌকা প্রতীকে আলহাজ্ব আব্দুল গণি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এছাড়া, ১ নম্বর ওয়ার্ড থেকে উটপাখি প্রতীকে রমজান আহমেদ, ২ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নজরুল ইসলাম মানিক মোল্লা, ৩ নম্বর ওয়ার্ড থেকে সানজিদা শারমিন মুক্তা, ৪ নম্বর ওয়ার্ড থেকে নুরে আলম সিদ্দিকী নিউটন, ৫ নম্বর ওয়ার্ড থেকে মশিউর রহমান সম্রাট, ৬ নম্বর ওয়ার্ড থেকে হাজী আব্দুস ছাত্তার, ৭ নম্বর ওয়ার্ড থেকে আবদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড থেকে সেলিম মিয়া, ৯ নম্বর ওয়ার্ড থেকে আনিসুর রহমান খান মুরাদ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে ইয়াসমিন আক্তার সাথী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে ডারফিন আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সুলতানা রাজিয়া বিজয়ী হয়েছেন।
এদিকে, সাভার পৌরসভার জনমনে প্রশ্ন মেয়র সহ পৌর নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, নির্বাচনের আগে তাদের দেয়া ইশতেহার অনুযায়ী তাদের প্রতিশ্রুতি শপথ গ্রহনের পর থেকে আগামী ৫ বছর সেটা কতটুকু বাস্তবায়িত করেন সেটা সাধারণ দেখতে চান।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, সাভার পৌরসভা নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তথা সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর সার্বিক তত্বাবধানে সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাভার পৌরবাসী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy