প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২১, ১:৩১ পি.এম
সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠান
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারে পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পুনরায় নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় সাভার পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুল গণি ও কাউন্সিলরদের সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার সামনে এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সরফউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহাদাত হোসেন খান, বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, পৌরসভার প্রধান প্রকৌশলী শরীফুল ইমাম, পৌরসভার প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা সামছুদ্দীন, সচিব আবদুর রব শিকদার প্রমুখ।
এছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ নজরুল ইসলাম মানিক মোল্লা, আব্দুর রহমান, নূরে আলম সিদ্দিকী নিউটন, আব্দুস সাত্তার, সেলিম মিয়া, সানজিদা শারমিন মুক্তা, রমজান আহম্মেদ, মশিউর রহমান খান সম্রাট ও আনিসুজ্জামান খান মুরাদ। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তার সাথী, মিসেস ডারফিন আক্তার ও সুলতানা রাজিয়া।
সভায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন পৌর নাগরিকগণ যাতে সুবিধা পান সেই লক্ষ্যে প্রত্যেকে কাজ করবেন। আমার সার্বিক সহযোগিতা থাকবে।তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী আমার মন্ত্রনালয়ের জন্য ২২শ’ ৭৫ কোটি টাকা বাজেট দিয়েছেন। দেশে বর্তমান রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার। প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন দেশে অর্থের কোন অভাব নেই। আপনারা কাজ করে যাবেন। কাজ পাশ করার দায়িত্ব আমার। অনেক ধনী দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। করোনা মহামারি মোকাবিলায় ভূমিকা রাখায় দেশের অবস্থা দক্ষিন এশিয়ার মধ্যে প্রথম স্থানে আছে।অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতোশবাজী মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy