1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক রমজান আহম্মেদ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক রমজান আহম্মেদ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ৭.৪৩ পিএম
  • ২৮১ বার পঠিত

আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সমাজ সেবক রমজান আহম্মেদ। তরুণ এ প্রার্থী পরিবর্তনের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন। তার স্লোগান- ‘পরিবর্তন আমরা চাই, পরিবর্তন আমাদের প্রয়োজন।’ সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রমজান আহম্মেদ ।

আদর্শ ওয়ার্ড গঠনের লক্ষ্য নিয়ে প্রচার চালাচ্ছেন পাড়া-মহল্লায়। তিনি বলছেন, নির্বাচিত হলে তার ওয়ার্ডে সবার আগে মাদক সমস্যা দূর করবেন। একটি আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন; উন্নয়ন ও সেবা দেবেন সাধ্যমতো। প্রায় ২৪ হাজার মানুষ এই ওয়ার্ডের ভোটার ।

এ ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, জলাবদ্ধতাসহ রয়েছে নানা সমস্যা। রমজান আহম্মেদ নির্বাচনী অঙ্গীকার এসব সমস্যার সমাধান করা। তরুণ এ কাউন্সিলর প্রার্থী বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিকদের জীবনমান উন্নয়নে সবার আগে গুরুত্ব দেবেন।

ওয়ার্ডের পানি, গ্যাস, মশক নিধন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করবেন। স্কুুল-কলেজ ও মসজিদ-মন্দিরের উন্নয়নকেও অগ্রাধিকার দেওয়া হবে। রমজান আহম্মেদ ১ নম্বর ওয়ার্ডকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

উন্নয়ন প্রসঙ্গে রমজান আহম্মেদ বক্তব্য, জনপ্রতিনিধিদের মধ্যে সদিচ্ছা থাকলে উন্নয়ন করা সম্ভব। শুধু সরকার বা সাভার পৌরসভার বরাদ্দের দিকে চেয়ে থাকলে হবে না। নিজ থেকে অনেক সামাজিকসহ মৌলিক উন্নয়ন করা সম্ভব। আগামী প্রজন্মের জন্য কাজ করার অঙ্গীকারও আছে রমজান আহম্মেদ নির্বাচনী প্রচারে।

তিনি আরো বলেন মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতিতে কাজ করে যাবেন। পাশাপাশি সমগ্র ১নং ওয়ার্ডে ড্রেণেজ সিস্টেমের আধুনিকায়ন, মানসম্মত রাস্তাঘাট তৈরী এবং নিজস্ব খরচে ডিজিটাল সেন্টারের মাধ্যমে এলাকাবাসীকে ঘরে বসেই ডিজিটালাইজেশন এর সকল সুবিধা পাইয়ে দিতে কাজ করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস অন্য সকল ওয়ার্ডের চেয়ে অধিক। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তারা তিনজনেই আরো অধিক গুরুত্ব দিবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম সঠিকভাবে গড়ে না উঠলে সমাজ পরিবর্তন হবে না। নতুন প্রজন্মের জন্য বিশেষভাবে কাজ করার ইচ্ছা আছে তার। তিনি আরও বলেন, এলাকার অনেক যুবক এখনও বেকার। তাদের সুন্দর জীবন বিনির্মাণে নানা উদ্যোগ নেওয়া হবে। মাদক নির্মূলে ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ও আপনাদের সকলের মূল্যবান ভোট দিয়ে পাশে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews