স্টাফ রিপোর্টার হাজী মুক্তার হোসেন
সাভার পৌরসভার আওতায় বিরুলিয়া সড়কটি অতি গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে বিরুলিয়া ব্রিজ হয় অতি সহজ ঢাকার প্রতিটি প্রান্তে খুব দ্রুতই পৌঁছে যাওয়া যায়। তাই এই সড়ক অতি গুরুত্বপূর্ণ সড়ক হয়ে উঠেছে।
সাভার মূল শহরের পানি বাসা বাড়ির ময়লা পানি এই আইচা নন্দা খাল দিয়ে গাবতলী হয়ে বুড়িগঙ্গা নদীর সাথে মিশে যায়।
কিন্তু গত কয়েক বছর ধরে ক্ষমতাশীল নেতাদের ছত্রছায়া দখল হয়ে যাচ্ছে আইচা নন্দা খালটি।
বিশাল পরিধি এই খালটি ময়লা ফেলে আস্তে আস্তে দখল করে নিচ্ছে এলাকার প্রভাবশালীরা।
এখন শহরের পানি বের হতে পারছেনা দখল হয়ে গেছে আইচনন্দা খাল। খালের পানি নিষ্কাশনের মূল ফটক টি আইচা নন্দা ব্রিজ। সামান্য বৃষ্টি আর শহরের বাসা বাড়ির পানি জমে প্রায় ব্রিজের উপর দিয়ে গড়াগড়ি করে।
দুর্গন্ধ ময়লা পানি ব্রিজের কাছে এসেই সবাই নাক চেপে পার হতে হয়। পৌরসভা প্রশাসন যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
অনতিবিলম্বে আই সানন্দা খাল যদি পুনরুদ্ধার না করা যায়।
জনগণের ভোগান্তির সীমা থাকবেনা।
সাধারণ জনগণের দাবি আই সানন্দা খালটি খননের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy