সাভার পৌরসভা এলাকায় কিশোর গ্যাং ও মাদক বিরোধী অভিযান
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধ ও মাদক বিরোধী অভিযান করেছে সাভার মডেল থানার পুলিশ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ।
আজ বৃহস্পতিবার রাত ১০ ঘটিকায় সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহম্মেদ এর নেতৃত্বে মাদক বিরোধী ও কিশোর গ্যাংএর বিরোধে অভিযান চালান বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠ ও ড্রিপ মেশিনের মোড়ে মন্দিরের পাশে ‚বালুর মাঠ ‚বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ বলেন, আমি আমার ওয়ার্ডকে মাদক মুক্ত ওকিশোর গ্যাং মুক্ত একটি ওয়ার্ড উপহার দিবো।
আমার ওয়ার্ডে কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও যুদ্ধ ঘোষনা করেছি।
আমি জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন আন্নুর মাধ্যমে সকল অভিভাবকদের জানাতে চাই আপনার সন্তানের উপর সর্বদা নজর রাখুন।
কোন অবস্থায় তারা যেন সন্ধ্যার পর বাহিরে বের না হয় সেই দিকে নজর রাখুন। কার সাথে চলাফের করে তা খেয়াল রাখুন।
সন্ধ্যার পর যদি কোন শিক্ষার্থী বাহিরে অকারনে বের হয় আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব৷ পরিশেষে আমি বলতে চাই আমি ১নং ওয়ার্ডকে মাদক ও কিশোর গ্যাং মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy