আনোয়ার হোসেন আন্নুঃ
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্য নিয়ে মাদক বিরোধী ডে নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বিকেলে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং যুব সমাজের উদ্যোগে স্থানীয় একটি মাঠে এ টুর্নামেন্ট শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা জনপ্রিয় মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম
টূর্নামেন্টের উদ্বোধনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোঃ খোরশেদ আলম বলেন, দেশে মাদক বিস্তারে আধিপত্য করছে একশ্রেণীর মানুষ, ঠিক এই সময় পূর্ব জামসিং এলাকার এক দল যুবক সোচ্চার হয়ে মাদক বিরোধী বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় সংগঠনটি মাদক থেকে যুব সমাজকে দূরে রাখার নিমিত্তে আয়োজন করে মাদক বিরোধী ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের।
যুব সমাজকে মাদকের থেকে দূরে রাখার জন্য এমন খেলাধূলার প্রোগ্রাম প্রতিটা ওয়ার্ড, পাড়া মহল্লায় সামনের দিনগুলোতে হবে। আমি যুব সমাজের এমন উদ্যোগের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি হযরত আলী, সাভার পৌর বিএনপি নেতা খাঁন মজলিশ বাবু, বিশিষ্ট ক্রীড়াবিদ মনিবুর রহমান চম্পক।
টুর্নামেন্টের এ খেলায় মোট ২৪ টি দলের সমম্বয়ে টুর্নামেন্ট গঠন করা হয়েছে, প্রতিটি খেলায় ২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy