আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভার পৌর মেয়র নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে চমক নিয়ে হাজির হলেন মোঃ আক্তারুজ্জামান ( কুটি মোল্লা)! গতকাল রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে সর্বশেষ মেয়র প্রার্থী হিসেবে তিনি বিকাল ৫টায় সাভার পৌরসভা নির্বাচনের রিটার্ণিং অফিসার ঢাকা জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ মুনীর হোসাইন খান এর কাছে মনোনয়ন পত্র জমা দেন। এরপর থেকেই মেয়র পদকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের নানা সমীকরণ ও জল্পনাকল্পনা এক নতুন মোড় নেয়।
মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন রবিবার (২০ ডিসেম্বর) পর্যন্ত ৪জন মেয়র প্রার্থী এবং ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামীকাল (২২ ডিসেম্বর) দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা করা হবে যারা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচন যুদ্ধে অংশ নেবেন।
৪ মেয়র প্রার্থীগণ হলেন- নৌকার প্রতীক প্রাপ্ত সাভার পৌরসভার বর্তমান মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গণি, বিএনপির মনোনীত প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ রেফাত উল্লাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ মোশাররফ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান ( কুটি মোল্লা)।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেয়র পদে ৭৫ পরবর্তী ছাত্রলীগের দুঃসময়ের কান্ডারী, জামাত শিবির দ্বারা হুলিয়া জারিকৃত মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, বৃহত্তর ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৫) বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মোঃ আক্তারুজ্জামান (কুটি মোল্লা) ডার্ক হর্স হিসেবে আবির্ভূত হয়েছেন। তাঁর মনোনয়ন পত্র দাখিলে অনেক হিসাব-নিকাশই পাল্টে গেলো বলে মনে করছেন তারা।
এব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ আক্তারুজ্জামান (কুটি মোল্লা) বলেন, সাভার পৌরবাসী এতদিন বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত হিসেবে গন্ধ দূষণ, শব্দ দূষণ এবং নদী-খাল-বিল দখলের কারণে নানাবিধ সমস্যায় জর্জরিত রয়েছেন। তাই নিজেও একজন বঞ্চিত সাভারবাসী হয়ে সাভারকে একটি আধুনিক পৌরসভায় রূপ দিতেই স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy