আনোয়ার হোসেন আন্নু
সাভার প্রেসক্লাব কারোও পৈত্রিক সম্পত্তি নয়, প্রেসক্লাব দখলের কোন বিষয় নয়, প্রেসক্লাব চলবে গনতান্ত্রিক প্রকৃয়ায়।গতকাল(০৬ এপ্রিল)১৪ রমজান
বৃহস্পতিবার সন্ধ্যায় সাভার থানা রোডস্থ মামুন কমিউনিটি সেন্টারে সাভার প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রেসক্লাবের নেতৃবৃন্দরা এ কথা বলেন।
সাভার প্রেসক্লাবের সভাপতি জাভেদ মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক রুপোকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মঞ্জিল হোসেন, কাউন্সিলর ডারফিন আক্তার,মিরপুর প্রেসক্লাবের সভাপতি জামান কামালসহ বিভিন্ন শ্রেনী পেশার জনগন।
সাংবাদিক নেতৃবৃন্দরা এসময় বলেন, প্রেসক্লাব সকলের জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারবে, কারোও জন্য বাধা নেই। কিন্তু একটি কুচক্রী মহল রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব দখল হয়েছে এমন ধোয়া তুলে অপপ্রচারে লিপ্ত রয়েছে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ের প্লাটফর্ম হলো প্রেসক্লাব। এ প্রেসক্লাব নিয়ে ষড়যন্ত্র হলে সম্মিলিতভাবে তা মোকাবেলা করতে হবে।এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,
সিনিয়র সাংবাদিক নেতা শাহীন আলম চৌধুরী, সাভার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম পারভেজ মুন্না, মুখলেছুর রহমান ইলিয়াছ শাহী, যুগ্ন সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, সাংগঠনিক সম্পাদক ফাহাদ ই আজম,অর্থ সম্পাদক সেলিম আহমেদসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং সাভার আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy