সাভার মডেল থানার আয়োজনে উঠান বৈঠক
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
Facebook Twitter share
এ সময় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন মাদক ব্যবসায়ী, তাদের পৃষ্ঠপোষক, মদদদাতা ও এর সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। সাভারের আইন শৃংখলা রক্ষা, কিশোর গ্যাং দমন ও মানুষের শান্তি প্রতিষ্ঠায় আগে মাদক ও জুয়া নির্মুল করতে হবে।
Surjodoy.com
এ কাজে জনগণকে সাথে নিয়ে কাজ করে যেতে চাই।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী ও এর সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তথ্য দিলে তার নাম পরিচয় গোপন রাখা হবে। এলাকার নিরাপত্তার স্বার্থে ও মাদক নির্মুলে মহল্লায় মহল্লায় চেকপোস্ট বসানো হবে। এতে অনেকের সাময়িক অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে পুলিশকে সকলের সহযোগীতা করতে হবে।
The Daily surjodoy
ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, রেজিস্ট্রেশন বিহীন অবৈধ কোন মোটর সাইকেল, প্রাইভেটকার বা কোন প্রকার গাড়ি মহল্লায় চলতে পারবে না। কারণ এসব পরিবহনে মাদক আনা নেয়া করা হয়। তিনি যার মোটর সাইকেল তাকেই চালানোর অনুরোধ করেন।
The Daily surjodoy
সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ বলেন আমরা মাদক নির্মূলে কমিটি গঠন করেছি এবং অতি দ্রুত ১নং ওয়ার্ডকে কিশোর গ্যাং ও মাদক নির্মূল করবো। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
The Daily surjodoy
পুলিশের এ উঠান বৈঠকে বেদে সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, ঈমাম, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ মানুষ ও মহিলা পেশাজীবিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy