আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ক্রিকেট স্টাম্প দিয়ে শিক্ষক উৎপল কুমার হত্যাকান্ডের মূল আসামি আশরাফুল ইসলাম জিতু (১৯) কে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (২৯ জুন) সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব এর গোয়েন্দা শাখা, র্যাব-৪ সহ একাধিক টিম জিতুকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রাম থেকে তাকে বুধবার সন্ধ্যা ৭ টায় গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার (২৫ জুন) দুপুরে হাজী ইউনুস আলী কলেজের মাঠে শিক্ষক উৎপলকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে অতর্কিত হামলা করে দশম শ্রেনীর ছাত্র জিতু (১৯)। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক দিন পর রোববার (২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় রোববার (২৬ জুন) নিহতের বড় ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় জিতুসহ অজ্ঞাত কয়েকজনের নামে একটি মামলা দায়ের করেন। পরে গতকাল রাতে কুষ্টিয়া থেকে জিতুর বাবা উজ্জ্বল হাজীকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। পরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy