আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধি
সাভার সরকারী হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবায় হাসপাতালের হলরুমে এক আলোচনাসভা শেষে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডা:এনামুর রহমান এমপি। প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসময় বলেন সাভার সরকারী হাসপাতালটি ৫০ বেড থেকে ১০০ বেডে দ্রুত উন্নত করা হবে।বৈকালিক স্বাস্থ্য সেবায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা:মো: ফরিদ হোসেন মিঞা, ঢাকা জেলা সিভিল সার্জন ডা:আবুল ফজল মো:শাহাবুদ্দিন খান,
সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমী,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ দীপক চন্দ্র সাহা (পিপিএম) প্রমূখ।প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সারা বাংলাদেশের ন্যায় সাভার সরকারি হাসপাতালেও চিকিৎসকদের চেম্বার ফি নির্ধারন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। সাভার সরকারী হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ সায়েমুল হুদা বলেন,চিকিৎসকদের ফি নির্ধারনে কনসালটেন্ট ফি- ৩০০ টাকা,এমবিবিএস চিকিৎসক ফি- ২০০ টাকা। রোগীরা ভিজিটে চিকিৎসা সেবা নিতে পারবেন বিকাল ২.৩০ – সন্ধ্যা ৫ টা পর্যন্ত। বৈকালিক সময় রোগীরা সরকারী ঔষধ পাবেন না, আর সকল সূযোগ সুবিধা পাবেন এ হাসপাতালে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy