সারাদেশের ন্যায় চরফ্যাসন উপজেলার পৌরসভাসহ ১৯টি ইউনিয়নে শুরু হয়েছে করোনা গণটিকার কার্যক্রম
নাদিম হোসেন খাঁন, চরফ্যাশন প্রতিনিধি:
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ টিকা প্রয়োগ করা হয়।
চরফ্যাসন পৌরসভাসহ প্রত্যেক ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মিলে মোট ৬শ’ জন করে চিনের তৈরী সিনোফার্মা কোম্পানীর টিকা প্রয়োগ করা হয়েছে।
সকাল থেকে চরফ্যাসন হাসপাতালসহ প্রতিটি ইউনিয়নের ভ্যাকসিন কেন্দ্রগুলোতে ছিলো উপচেপড়া ভীড়। কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ছিলোনা কনোরকমের স্বাস্থ্যবিধির বালাই। জানা যায়, প্রত্যেক কেন্দ্রের ৩টি বুথে ৬জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী দ্বারা এ টিকা প্রয়োগ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, আসলামপুর ইউনিয়নের জনতাবাজার ডিগ্রি কলেজ কেন্দ্রে একজনের সঙ্গে অন্যজন গা ঘেঁষে জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সিরিয়াল দিয়েছে। এছাড়াও চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দেখা যায় একই চিত্র। হাসপাতালের দ্বিতীয় তলায় প্রায় ১৫শ’ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই সিরিয়ালে দাড়িয়েছে এ টিকা নেয়ার জন্য। তবে টিকা প্রত্যাশি নারী পুরুষের সামাজিক দূরত্ব মেনে দীর্ঘ সিরিয়াল নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও আনসার সদস্যরা নির্দেশনা দিলেও মানেনি দূর থেকে আসা সাধারন জনগণ।
পৌর মেয়র মোরশেদ বলেন, সকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ৩টি ওয়ার্ডের ৬শ’জন পৌর নাগরিকের মাঝে ভ্যাকসিন দেয়া হয়েছে। পৌরসভা ও হাসপাতালের স্টাফরা পৌরবাসিন্দাদের এ টিকা প্রয়োগ করেন।
বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, কুকরি মাধ্যমিক বিদ্যালয়ে এ টিকা প্রয়োগ করা হয়েছে। তবে বিভিন্ন গ্রাম থেকে অনেক মানুষ টিকা গ্রহণে এসেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, প্রত্যেকটি কেন্দ্রে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৬শজন করে টিকা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মাহাবুব কবির বলেন, ইউনিয়ন পর্যায়ে সরকারি ঘোষণা অনুযায়ি প্রাথমিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় স্বাস্থ্য সহকারিদের মাধ্যমে টিকা দেয়া হয়েছে। আজকে চরফ্যাসন হাসপাতালে প্রায় এক হাজার জনকে টিকা দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy