মো. মাসুদ রানা তালুকদার:
সারাদেশে খুন,ধর্ষণ, নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১১ টায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়ক থেকে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, শিক্ষার্থী বায়েজিদ ও মিলা।
বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম অবনতি। রাস্তা থেকে বাসার কেউ নিরাপদে ফিরবে কিনা সেই নিশ্সচয়তা নেই।নারীদের কোথাও নিরাপত্তা নেই তাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দাবি রেখে বলেন, অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে মানুষ আবার সড়কে নামতে বাধ্য হবে।
তখন একটি ছোট্ট শিশুকেও প্লেকার্ড নিয়ে প্রতিবাদের ভাষা লিখে দাঁড়িয়ে মানববন্ধনে শরিক হতে দেখা যায়। শিশুটি ও জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিল “স্বাধীন দেশে আর কত?
Leave a Reply