শাহাদাত হোসাইন রাসেল:
আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। রাষ্ট্রভাষা বাংলা হওয়ার দাবিতে যারা প্রাণ দিয়েছেন, সেই বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সারা দেশের শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধীদলীয় নেতারা শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে।
দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদীতে ফুল দেন শেখ হাসিনা। পরে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও বিরোধী দলীয় নেতা শ্রদ্ধা জানান।
শহীদ বেদীতে ফুল দেন তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও বিভিন্ন দেশের কূটনীতিকরা। সহকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ফুল দেন একাত্তরের সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতারা। শ্রদ্ধা জানান ১৪ দলের নেতৃবৃন্দ।
এর পর সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। সুশৃঙ্খলভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মিউনিসিপাল হাই স্কুল মাঠের অস্থায়ী শহীদ মিনারে জড়ো হয়েছেন সর্বস্তরের লোকজন। এর আগে একুশের প্রথম প্রহরে
শহীদ মিনারে শহীদের প্রতি সশস্ত্র সালাম জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল।
খুলনার শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছেন মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি কর্পোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এর পর সেখানে শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের।
একুশের প্রথম প্রহরে রাজশাহী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বরিশাল কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
এ ছাড়া বগুড়া, নাটোর, রাজবাড়ী, নড়াইল, মাদারীপুর, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy