প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২২, ১২:১৫ এ.এম
সারাদেশে শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদ কুড়িগ্রামে শিক্ষক সংগঠনদের মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি:
সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান’র ব্যানারে মানববন্ধন করা হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক, সেক্রেটারী মোশাররফ হোসেন ফারুক, শিক্ষক নেতা মোর্শেদ আলম, কেএম আনিছুর রহমান, তাছাদ্দুক হোসেন, খন্দকার মোয়াজ্জেম হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন উপজেলার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, চট্রগ্রাম, সিলেট, সাতক্ষিরা, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নড়াইলসহ দেশবাপী শিক্ষকদের উপর জুলুম-নির্যাতনের কোন বিচার না হওয়ায় আজ সাভারের শিক্ষক উৎপল কুমারকে নির্মমভাবে হত্যা করা হয়। এই নির্যাতন বন্ধে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy