সংবাদ বিজ্ঞপ্তি
সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির আয়োাজনে নগরীর চেরাগী পাহাড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির যশোর জেলার সভাপতি এশিয়ান টেলিভিশনের নাসিম রেজা এবং রাজশাহী পুঠিয়ার সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া ও মাই টিভির সাংবাদিকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
এতে বক্তব্য রাখেন, সাংবাদিক জুবাইর, মোঃ ইদ্রিস, মোঃ রায়হান, ওসমান এহতেসাম, আনিসুর রহমান, মোঃ শাহাদাত হোসেন, পারভেজ হোসেন, রফিকুল ইসলাম, রাজিব নাথ, ছৈয়দুল করিম, আনিছুর রহমান, মোঃ আরফাত ছিদ্দিকী, মোঃ মাসুদ, পলাশ সেন ও মোঃ জামাল প্রমুখ।