আনোয়ার হোসেন আন্নু, বিশেষ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন, রমজান আহম্মেদ। শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।হয়তো এ মহান নেতার জম্ম না হলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করে। বিজয়ের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং দেশবাসীকে জানাই বিজয়ের লাল গোলাপ শুভেচ্ছা।
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষ লগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে আল-বদর বাহিনী আরও অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে স্থাপিত আল-বদর ঘাঁটিতে নির্যাতনের পর রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর কবরস্থানে নিয়ে হত্যা করে।
বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদ্বয় ঘটে। মহান বিজয় দিবসে লাল সবুজের পতাকা আনতে, পরাধীনতার হাত থেকে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনতে, যারা শহীদ হয়েছেন এবং যে সকল মা বোনের ইজ্জত এর বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে, সে সকল শহীদের আত্বার মাগফিরাত কামনা করি।
এসময় রমজান আহম্মেদ আরও বলেন, বিশ্বে আজ একটি আতংকের নাম মহামারী করোনা ভাইরাস ( কোভিড- ১৯)। এই করোনা ভাইরাসে বাংলাদেশসহ বিশ্বের যেসকল মানুষ মারা গেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। করোনা ভাইরাসে আতংকিত না হয়ে নিয়মিত স্বাস্থ্য বিধি মেনে ঔষধ সেবন করলে ইনশাআল্লাহ করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া সম্ভব। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর কারণে বিজয় দিবসে সকল স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করে সরকারি বিধিনিষেধ মেনে বিজয় উৎসব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান রমজান আহম্মেদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy