আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় শুভ সূচনা হল কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের।
৭ফেব্রুয়ারী(রবিবার) সকাল ১০ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঘোষিত সারা দেশে একযোগে ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আনোয়ারা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এক অনাড়ম্বর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের সম্মানীত চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ জোবায়ের আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দিন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার। এ ছাড়াও উপজেলা স্বাস্হ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা, গণ মাধ্যম কর্মী বৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের ভ্যাকসিন গ্রহনের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে আরও যারা ভ্যাকসিন গ্রহন করেন তাঁরা হলেন যথাক্রমে উপজেলা স্বাস্হ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোঃ সাইফউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ডেন্ট জনাব সাজিদ হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয় ইতিমধ্যে যারা অনলাইনে নিবন্ধিত হয়েছেন তাঁদের মধ্যে থেকে আজ উদ্বোধনী দিনে ১৪৫ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে।
Leave a Reply