আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে দেশে সার্বভৌমত্ব হরণ হচ্ছে, দেশে গণতন্ত্রের পরিবেশ নেই, ভোটের অধিকার নেই। দিনের ভোট রাতে হচ্ছে। ০৬ জানুয়ারি ২০২১ রোজ বুধবার বেলা ২:০০ টায় নগরীর লাভ লেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কনফারেন্স হলে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিক জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে এবং লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এর সঞ্চালনায় সভায় বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায়, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাথী উদয় কুসুম বড়–য়া, সরপ এর কেন্দ্রীয় সভাপতি সুভাষ চন্দ্র দাস, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এইচ.এম. রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, জিয়াউর রহমান জিয়া, জেলি চৌধুরী, দিলদার হোসেন, রাজীব ধর তমাল, সীমান্ত দাস, আবু মুছা, মিজানুর রহমান, লিয়াকত আলী খান, মো. ইমন চৌধুরী, সাহাবউদ্দিন, মো. মারুফ, আমীর খান, মিন্টু, জাকির হোসেন, অজয় সেন ত্রিপুরা, সাজ্জাদ হোসেন খাঁন, মো. শাহজাহান, গোলাম নবী আপেল, ইলিয়াছ খান, সোহেল খান উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা অপর্ণা রায় বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পূর্ব শর্ত হলো পোক্ত গণতন্ত্র। বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতির কারণে প্রায়ই প্রতিবেশী দেশ দ্বারা সার্বভৌমত্ব খর্ব হচ্ছে।
চট্টগ্রাম মহানগর সার্বভৌমত্ব রক্ষা পরিষদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি আহ্বায়ক মোঃ রায়হান আলম, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মোঃ মোহন, সদস্য সচিব রাসেল খান।
ছিলেন।
Leave a Reply