সংবাদ বিজ্ঞপ্তি :
আওয়ামী সন্ত্রাসী দ্বারা ভেঙে ফেলা সালাউদ্দিন কাদের চৌধুরী কর্তৃক উদ্বোধনকৃত ঢেমিরছড়ায় নির্মিত রিটেইনিং ওয়াল ও সড়কের উদ্বোধনী নাম ফলকের পুনঃস্থাপন উপলক্ষে সভায় অনুষ্ঠিত।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঢেমিরছড়া বিএনপি, যুবদল, ছাত্রদলও অঙ্গসংগঠন সমূহের যৌথ আয়োজনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সালাউদ্দিন কাদের চৌধুরী পুত্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য
হুম্মাম কাদের চৌধুরী।
এসময় হুম্মাম কাদের চৌধুরী বলেন, জাতিসংঘের প্রতিনিধি দল আব্বার (সালাউদ্দিন কাদের চৌধুরী) বিরুদ্ধে যে অবৈধ রায় হয়েছে সেটার তদন্ত করবে। তার বেকসুর খালাস পাওয়া যে উচিত ছিল সেটার প্রমাণ আমরা পাব। আওয়ামী সন্ত্রাসী দ্বারা ভেঙে ফেলা সালাউদ্দিন কাদের চৌধুরী কর্তৃক উদ্বোধনকৃত ঢেমিরছড়ায় নির্মিত রিটেইনিং ওয়াল ও সড়কের উদ্বোধনী নাম ফলকের পুনঃস্থাপন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কেউ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। আপনাদের কাছে আমার একটা চাওয়া, আপনারা গ্রুপিং বাদ দিয়ে একসাথে কাজ করবেন।
বিএনপি বেতাগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. খালেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি নেতা মোহাম্মদ নুরুল হুদা বাবুল। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিএনপি নেতা ও বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসহাক। বেতাগী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মুন্না সিকদার ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাহাতুল ইয়াছিনের যৌথ সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ সাবেরুল ইসলাম, বেতাগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নিজামুল হক চৌধুরী তপন, সদস্য সচিব মোহাম্মদ সোলেমান (কালু)।
সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ রেজাউল করিম বাবলু, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুফিজুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদ করিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জালাল, সদস্য সচিব আব্দুল আজিজ কুরাইশি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আকবর, মোহাম্মদ মিনার, মিশন চৌধুরী, মোহাম্মদ রাসেল, বিএনপি নেতা সাইফুল হক চৌধুরী, মোহাম্মদ সেন্টু মেম্বার, ইউসুপ চৌধুরী, নজির আহমদ, ফজল কাদের, কাজী নাজিম, আবু তাহের, মোহাম্মদ আলী নূর, মোহাম্মদ সিরাজ, আলী ওসমান, যুবদল নেতা মোহাম্মদ ইউসুপ, মোহাম্মদ তাহের, মোহাম্মদ আবু হাসনাত মুন্না, মোহাম্মদ নোমান চৌধুরী, মোহাম্মদ বখতিয়ার, ছাত্রদল নেতা শাহাদাৎ তালুকদার রকি, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ জিয়াউল হায়দার রায়হান, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ ইসমত, মোহাম্মদ জসীম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মামুন সিকদার, মোহাম্মদ আরিফসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় বেতাগী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে দলীয় নেতা কর্মীরা যোগদান করেন। দীর্ঘ ১৭ বছর পর ঢেমিরছড়া এলাকায় অনুষ্ঠিত বিএনপির সভাটি নেতাকর্মীদের মিলনমেলা ও উৎসবে পরিণত হয়।