প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ৭:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২০, ১০:৫৯ পি.এম
সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ড্রাইভার ও হেলপার আটক
তানভীর আহাম্মেদ :
সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় একটি ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপারকে আটক করেএছ র্যাব। গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং ষ্টেশনের সামনে থেকে র্যাব-১১ এর সদস্যরা তাদের আটক করে। এসময় কক্সবাজার থেকে ঢাকাগামী তাদের ক্যাভার্ড ভ্যান তল্লাশী করে সাড়ে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি। আটককৃতরা হলেন মাইন উদ্দিন (৪০) ও মাসুদ রানা (৩৩)। এসময় মঙ্গলবার বিকেলে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মাইনউদ্দিন এর বাড়ি নরসিংদী জেলার মাধবদী থানার অনন্তরামপুর এলাকায় ও মাসুদ রানার বাড়ি গাজীপুর জেলার গাছা থানার কুনিয়া বড়বাড়ি এলাকায়। আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে ক্যাভার্ড ভ্যানে ড্রাইভার ও হেলপার পেশার আড়ালে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে তারা আরও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধভাবে কাভার্ড ভ্যানযোগে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা এবং এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy