এ ব্যাপারে কালকিনি থানায় ৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ গোপালপুর গ্রামের ধলাই সরদারের ছেলে আকবার সরদার বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে পূয়ালী মাদারীপুর গ্রামের মুন্সি খায়রুল আলম সুজনের ২ একর জমি লিজ নিয়ে র্দীঘ দিন ধরে কৃষি কাজ করে আসছেন।
বৃহস্পতিবার সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান জমির সব লাউ গাছ মরে গেছে।
স্থানীয় একজন বলেন, সুজন সারা বছরের বিভিন্ন ধরণের চাষাবাদ করে থাকেন। এবার লাল শাক চাষ করার পরে জমিতে ৩ লাখ ৫০ হাজার টাকা ব্যায় করে বাঁশের মাচাং করে ২৫ শ’ মত লাউ গাছ রোপণ করেন। গাছগুলো বড় হয়ে শত শত লাউ ধরেছে। এ সময়ে রাতের আধারে ফলন্ত গাছ গুলি সব কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
তিনি কালকিনি কৃষি অফিসের নিয়মিত একজন সফল ও পুরস্কার প্রাপ্ত কৃষক। তার কৃষি নিয়ে বিভিন্ন টেলিভিশনে ও পত্র পত্রিকায় একাধিক বার সংবাদ প্রচার হয়েছে।
ভুক্তভোগী আকবার সরদার বলেন, শত্রুতা করে ফসলের অনেক ক্ষতি করেছে কিছু প্রভাবশালী মানুষ। কয়দিন আগে পাশের পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। আর এখন আমার ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে। ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হলো। আর এ লাউ বাজারে বিক্রি করলে প্রায় ৫ লাখ টাকা বিক্রি হতো। যারা এ ক্ষতি করলো তাদের বিচার চাই।
শত্রুতা করে আর কেউ যাতে কৃষকের ক্ষতি করতে না পারে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি।
জমির মালিক মুন্সি খায়রুল আলম সুজন জানান, এতগুলি গাছ যারা কেটে দিল তারাতো পশুর থেকে খারাপ।
কালকিনি থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy