প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ১১:১১ পি.এম
সিআরবিতে হাসপাতাল বানানোর সিদ্ধান্ত বাতিলে চাই সুস্পষ্ট ঘোষণা’

ইমরান শেখঃ
আজ মঙ্গলবার নাগরিক সমাজ, চট্টগ্রামের উদ্যোগে ধারাবাহিক অবস্থান কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গাতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জিএস আবদুর রবসহ ৯ জন বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এই কবরের উপর ব্যক্তিমালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয়, যেকোনো স্থাপনাই হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। আমরা প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখেছি। তিনি কখনোই হেরিটেজ ঘোষিত সিআরবিতে বাণিজ্যিক স্থাপনা হতে দেবেন না।
নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ,নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এ্যডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিজয় মেলা কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, ১৪ দলীয় জোট নেতা জসিম উদ্দীন বাবুল, চবি শিক্ষক মুক্তিযোদ্ধা পরিবেশবিদ ড. ইদ্রিস আলী, চবি শিক্ষক কবি অধ্যাপক হোসাইন কবির, প্রবীণ সাংবাদিক বেলায়েত হোসেন কবির, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী, স্বপন মজুমদার, মোরশেদ আলম,সাংবাদিক ঋত্বিক নয়ন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, বনবিহারী চক্রবর্তী, মাহবুব রহমান, আবৃত্তিশিল্পী ও লেখক দিলরুবা খানম,কবি মিনু মিত্র,শিল্পী ও কবি অসীম দাশগুপ্ত, আইনজীবী সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, ৯৪ ফোরাম এর সাধারণ সম্পাদক হানিফ আহমেদ, ৯৪ ফোরাম এর কার্যকর সভাপতি মোরশেদ আলম, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, দিদারুল ইসলাম মুরাদ, অনির্বাণ দত্ত, জায়েদিদ মাহমুদ এবংবশির উল্লাহ লিটন প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy