প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২১, ১:১২ এ.এম
সিএনজি ড্রাইভার থেকে ডাম্পার মালিক হোয়াইক্যং এর ইয়াবা ব্যবসায়ী হেলাল
সিএনজি ড্রাইভার থেকে ডাম্পার মালিক হোয়াইক্যং এর ইয়াবা ব্যবসায়ী হেলাল
ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, কক্সবাজার:: টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবার চালান হয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ৷ হেলাল গত এক বছর আগেও গাড়ির হেলপার ছিলেন। কিছুদিন পর হেলপার থেকে হন সিএনজি গাড়ির ড্রাইভার পরে মালিক। কিন্তু গাড়ি চালালেও চলছিল না তার পরিবার। তাই যুক্ত হন ইয়াবার সঙ্গে। মিয়ানমারে থেকে আসা ইয়াবা চালান বহন কারি এরপর শুরু করেন নিজে সিএনজি দিয়ে ইয়াবা ব্যবসা। এভাবেই চেনা হয় চোরাচালানের অলিগলি। শুরু করেন ভয়ঙ্কর মাদক ইয়াবার পাচার ব্যবসা। মাত্র এক বছরে মাদক বেচা-কেনা করে আমূল বদলে গেছেন তিনি। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লাতুরী খোলা গ্রামের মৃত্যু আবু খলিফার ছেলে হেলাল এখন কয়েকটি গাড়ির মালিক তাঁর মধ্যে রয়েছে অবৈধ ডাম্পার ও সিএনজি ৷ কোটি টাকার জায়গা কিনেছেন বিভিন্ন স্থানে। কিনেছেন একাধিক গাড়ি। ইয়াবার ছোঁয়ায় রাতারাতি ধনী হেলাল। তবে প্রশাসনের নজরদারি না হওয়ায় ধাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
সাধারণ জনমনের প্রশ্ন জাগিয়েছেন এখন কিছু দিন আগে ভাড়ায় গাড়ি চালিয়ে এখন এতো টাকার মালিক কি করে,
সাধারণ মানুষের দাবী হঠাৎ কোটি টাকার মালিক যাওয়া এসব হেলালদের প্রতি নজরদারি জরুরি। এই বিষয়ে হেলাল এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি,
টেকনাফ মডেল থানা ওসি অপারেশন খোরশেদ বলেন আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি ৷ সঠিক তথ্য পেলে যে কেউ রেহাই পাবে না, অভিযান চলমান ৷
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy