শান্ত ইসলাম দিপু
২৮ মার্চ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় পবিত্র রমজান উপলক্ষে দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যদের স্বাস্থ্য সচেতনতার জন্য এবার কেয়ার হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। তিনি বক্তব্যে রমজানে রোজা রাখার স্বাস্থ্যগত উপকারিতা এবং রোজা রেখে দীর্ঘ সময় পেশাগত দায়িত্ব পালন করেও কীভাবে সুস্থ থাকা যায়, সেই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের উপর গুরুত্বারোপ করেন। এবং সিএমপি'র হোম গ্রাউন্ডে এই ধরনের আয়োজন করার জন্য এভার কেয়ার হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আবদুল ওয়ারীশ সহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এভার কেয়ার হাসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিনিধিবৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy