অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসের কারণে সিঙ্গাপুরে আটকেপড়া ১৬২ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার একটি বিশেষ (চার্টার্ড) ফ্লাইট। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ১৬২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে অবতরণ করে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, সিঙ্গাপুরে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আগত প্রত্যেকে করোনাভাইরাস ‘নেগেটিভ’ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।
গত চারমাসে সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলে আটকে ছিল বহু সংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় দেশটি থেকে আজ আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনলো ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কোভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবি, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।