1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সিনিয়র ডিভিশন ফুটবল লীগ ছয় গোলে জয় পেল আইসিসি,  দ্বিতীয় খেলা ড্র
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় জীবন দিতে হলো এক পল্লী চিকিৎসককে।  কক্সবাজারের ঈদগাঁওতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। আলোকিত শিখা ফাউন্ডেশন কর্তৃক দুস্থ, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুমিল্লা মহেশাঙ্গণে বাসন্তী উৎসব ৩ এপ্রিল থেকে শুরু  ❝আমার পোলাডার কত স্বপ্ন আছিলো দেশের বাইরে যাইবো, বিজ্ঞানী হইবো, বড়দেশের নাগরিক হইবো। লামায় কিস্তির টাকার টেনশনেই গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা  কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ঈদ মোবারক প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট নওগাঁর শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান বিএনপিতে কোন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি এবং মাদক কারবারীদের স্থান নেই : অধ্যক্ষ  সেলিম ভূইয়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাভারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র ডিভিশন ফুটবল লীগ ছয় গোলে জয় পেল আইসিসি,  দ্বিতীয় খেলা ড্র

  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১০.৫৫ পিএম
  • ৩৪৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

সৈয়দপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ফুটবল লীগে গতকালের ডি গ্রæপের দু’টি খেলায় আইসিসি একাদ্বশ ৬ গোলের ব্যবধানে ইয়াং ষ্টার ক্লাবকে পরাজিত করে। বিকালে একই গ্রæপের সবুজ সংঘ বনাম ‘পাশে আছি সমাজ কল্যাণ সংঘ’ নামে দল দু’টির খেলা গোল শুণ্যভাবে শেষ হয়েছে। এতে প্রথম খেলায় ৩ পয়েন্ট নিয়ে আইসিসি শীর্ষে অবস্থান করছে। সবুজ সংঘ ও পাশে আছি সমাজ কল্যাণ সংঘ ১ পয়েন্ট নিয়ে তার নিচে এবং তলানিতে রয়েছে প্রথম খেলায় পরাজিত দল ইয়াং ষ্টার ক্লাব।

বেলা আড়াইটায় মাঠে নামে ঢাকা প্রথম বিভাগের কোচ শিপনের দল আইসিসি একাদ্বশ ও নবাগত ইয়াং ষ্টার ক্লাব। খেলার শুরু থেকেই মধ্যমাঠ দখলে রেখে উপুর্যপুরি আক্রমন চালায় আইসিসি। এতে ইয়াং ষ্টারের রক্ষনভাগকে বেসামাল হয়ে পরেন। ইয়াং ষ্টারের ডিফেন্স লাইন প্রথম অর্ধে ২০ মিনিট আগলে রাখেন। তবে আর আটকাতে পারেননি আইসিসির ষ্ট্রাইকার মতিনকে। ইয়াং ষ্টারের রক্ষন ভাগকে বিচুর্ণ করে প্রথম গোলের দেখা পান তরুন এ আক্রমন ভাগের খেলোয়াড়। এর পরে বল জালে খোজে বেশি বেগ পেতে হয়নি তাকে। ২৫ ও ২৭ মিনিটে পরপর আরও দুই গোল করে এ লীগে হ্যাট্রিক করে খেলার প্রথমার্ধে সেরা গোল দাতার আলিকায় নিজের নাম লেখান মতিন। বিরতীর পর আইসিসির মধ্য মাঠের হৃদয় অপর ষ্ট্রাইকার পাপ্পু ২টি গোল করেন। এতে ৬-০ গোলের ব্যাবধানে জয় লাভ করে লীগের সর্বচ্চ গোলের রেকড মাঠ ছাড়ে গোলাহাটের এ দলটি। বিকাল সাড়ে ৪ টায় এ জনপদের ফুটবলের বনেদী ক্লাব বনাম পাশে আছি সমাজ কল্যাণ সংঘ এর মধ্য খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় প্রথম ১০ মিনিট সবুজ সংঘ বারবার আঘাত হানে প্রতিপক্ষের ডি বক্সে। তবে ফিনিশারের অভাবে ফলাফল গড়তে পারে নি। পরে সমাজ কল্যাণ সংঘ ঘুরে দাড়ানোর চেষ্টা করে। আক্রমন থেকে পাল্টা আক্রমনে মাঠের দর্শকদের মাতিয়ে তোলে। ২৫ মিনিটে সম্ভাবনা জাগিয়েও গোল করতে ব্যার্থ হয় দলটির ষ্ট্রাইকার সাজু। দুই বার গোলকিপারকে একা পেয়েও তিনি গোল করতে পারেননি। দ্বিতীয় অর্ধে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ক্লান্তির ছাপ ফুটে ওঠে। রক্ষন ভাগের সর্তকতায় ¤্রয়িমান হয় ষ্ট্রাইকারদের প্রচেষ্টা। তাই শেষ পর্যন্ত গোলের সুযোগ আসলেও সবুজ সংঘ কিংবা সমাজ কল্যাণ সংঘের কোন খেলোয়াড় গোলের দেখা পাননি। খেলায় ষ্ট্রাইকারদের আক্রমনকে নস্যাৎ করতে গিয়ে সমাজ কল্যাণ সংঘের গোলকিপার শেষে আহত হন। আর পেইন কিলার স্প্রে নিয়ে শেষ পর্যন্ত গোল লাইনে দাড়িয়ে দায়িত্ব পালন করেন। তবে এ দিনও দর্শকদের উপস্থিতি ছিল আশাজাগানীয়া। লীগ পরিচালনা কমিটির সদস্য মুখতার সিদ্দিকী, বিডিআর আব্দুল মান্নান, মোতালেব হোসেন ও সর্বপরি আহবায়ক আব্দুস সবুর ছিলেন তৎপর। প্রিয় দলকে সমর্থন যোগাতে দর্শকদের আবেগ মিশ্রিত চিৎকারে যাতে কোন বিঘœ না ঘটে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews