বরগুনা প্রতিনিধি: : ‘সবাই জানেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হয়েছেন। টেকনাফ থানাপুলিশ নিজেদের রক্ষা করতে সাহেদুল ইসলাম সিফাতসহ তার আরও দুই সহপাঠীকে ‘বলির পাঁঠা’ বানানোর চেষ্টা করে।’ সিফাতের নানা এনায়েত কবির হাওলাদার গতকাল বৃহস্পতিবার রাতে তার বাসবভনে স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। তিনি বরগুনার বামনা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এনায়েত কবির বলেন, ছোটবেলা থেকে সিফাতের শখ ছিল ফটোগ্রাফি ও অভিনয়ের। এ জন্যই আমরা তাকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ফিল্ম ও মিডিয়া বিভাগে ভর্তি করে দিই। নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা তার ইউটিউব চ্যানেলে ভিডিও ধারণ করার জন্য সিফাতকে নিয়ে যান টেকনাফে। সেখানে একটি রিসোর্টে অবস্থান করে এক মাস ধরে ডকুমেন্টারি তৈরি করছিলেন তারা।
তবে ফেরার পথে গত ৩১ জুলাই রাত ৯টায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে এক পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।
‘পুলিশের সাজানো নাটকে সিফাতের স্বপ্ন আজ ধ্বংস হতে চলেছে। সিফাত জীবনে একটি সিগারেটও খায়নি, অথচ তাকে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। মেজর সিনহা ওকে খুব ভালোবাসত। ওর মাধ্যমে সিনহা তার ইউটিউব চ্যানেলটির কাজ শুরু করেন।’
এনায়েত কবির আরও বলেন, সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে একই গাড়িতে ফিরছিল আমার নাতি সিফাত। পুলিশ তাদের দোষ ধামাচাপা দিতে আমার নাতিকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। দেশবাসী বিশ্বাস করে, পুলিশের নাটকের বলির পাঁঠা হলো আমার নাতি সিফাত।
সাহেদুল ইসলাম সিফাতের বাড়ি বরগুনার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামে। তার বাবার নাম নূর মোস্তফা, মা যুক্তরাজ্য প্রবাসী মোসা. শিলা খান। সিফাত এ বছর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম ও মিডিয়া বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
সিফাতের নানা আরও বলেন, সিফাত টেকনাফে যাওয়ার সময় সিনহার তথ্যচিত্রের বিভিন্ন দিক নিয়ে আমার সঙ্গে কথা বলেছে। ও আমাকে বলেছে- ‘নানু আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করে একদিন নামকরা ফটোগ্রাফার হব। তোমার নাতিকে একদিন সারাদেশ চিনবে। তোমরা দোয়া করো। আমি সিনহা স্যারের সঙ্গে টেকনাফে শুটিং করতে যাচ্ছি। ওখানে এক মাস থাকব।’
তিনি আরও বলেন, আজ আমার নাতিকে সত্যি দেশ চিনল, তবে পুলিশের সাজানো নাটকের আসামি হিসেবে। আমি আমার নাতির মুক্তি চাই। আপনারা আমার নাতিকে এনে দিন। সরকার আমার নাতিকে পুলিশের হাত থেকে ফিরিয়ে দিন।
এ বিষয়ে বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার বলেন, সাবেক মেজর সিনহা টেকনাফে নিহত হয়েছেন। সেখানেই মামলা হয়েছে, যার তদন্ত চলমান। এর বেশি কিছু আমার জানা নেই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy