আবুল কালাম আজাদ, উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী উইনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্বে থেকেই বিরোধ ছিল। একই ঘটনায় দুপক্ষের মাঝে বিরোধে মারামারির ঘটনা ঘটেছে।এ মসজিদ কমিটির বেশীরভাগই ছিল আওয়ামী লীগের কর্মী সমর্থক বলে যানা গেছে। বর্তমান কমিটির কোষাধ্যক্ষের দূর্নীতি প্রতিবাদ করায় ঘটনার সুএপাত হয়েছে বলে জানান প্রতিবাদী হুমায়ুন আহমেদ নামের একজন গ্রামবাসী ।
ঐ ঘটনা কে কেন্দ্র করে সোমবার বিকেল ৩:৫০ টার সময় হুমায়ুন কে রাস্তায় একা পেয়ে,উক্ত গ্রামের রেজাউল, রিপন,এনামুল, নুরনবী, ইদ্রিস,সিদ্দিক ও আশরাফুল দেশীয় অস্ত্র ও রড দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে। আহত হুমায়ুন কে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখিত রেজাউল, রিপন,এনামুল, নুরনবী,ইদ্রিস, সিদ্দিক ও আশরাফুল, পতিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন ভুক্তভোগী হুমায়ুন।
এই ঘটনার কিছু সময় পর মাটিকোড়া গ্রামের ফরিদুল ইসলাম ঘটনা শোনার জন্য লক্ষীপুর গ্রামে গেলে তাকেও পিটিয়ে গুরতর আহত করা হয়।
এই ঘটনায় উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল হাসান ঘটনাস্হল পরিদর্শন করেন। প্রত্যক্ষ করেন এবং এলাকার পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় সংবাদ প্রকাশের পূর্ব পযন্ত উল্লাপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply