সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় একটি কাভার্ডভ্যানে (ঢাকা-মেট্রো-ড-১২-৪৪২৭) তল্লাশি করে ৬২টি কার্টুনে থাকা ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২,সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর একটি দল সিগারেটগুলোসহ তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামাচরণ এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে নাটোর-ঢাকাগামী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালিন ওই স্থানে কাভার্ডভ্যানটি আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়।
এরপর রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামে একজনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, কাভার্ডভ্যানে ওই পরিমাণ নকল ডার্বি ও স্টার ব্রান্ডের সিগারেট রয়েছে।
পরে ৬২টি কার্টুনে থাকা সিগারেটগুলো উদ্ধার এবং রুহুল আমিন শুভকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহীর বোয়ালিয়া বালিয়াপুকুর এলাকার ইউনুস আলীর ছেলে।