প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১০:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২১, ১:০৪ এ.এম
সিলেটের গোয়াইনঘাটে ওপেন ভোট দেওয়ার অভিযোগ
জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাও ইউনিয়নে নৌকায় ওপেন ভোট দেওয়ার অভিযোগ উঠেছে।নওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেলের সিরাজুল ইসলাম সিরাজের এজেন্ট লোকমান মিয়া জানান আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এস কামরুল হাসান আমিরুলের এজেন্টরা ভোটারদের ব্যালট পেপারে নিজেরাই সিল করে দিচ্ছেন।এছাড়া ভোটারদের আটকিয়ে নৌকার এজেন্টরা পোলিং অফিসারদের সামনে তাদের ইচ্ছা মতো ভোট দিচ্ছে। কেউ কিচ্ছু বলছেন না বলে অভিযোগ করেন তিনি।প্রিজাইডিং অফিসার মো. দেলয়ার হোসেন বাবু জানান, ভোট শুরুর দিকে কিছু লোক বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ও আমাদের তৎপরতায় সম্ভব হয়নি। এখন ভোট শান্তিপূর্ণ ভাবে চলছে। কোনো ধরনের বিশৃঙখলা হচ্ছে না বলে তিনি জানান।নওয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ১৯৯৬জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy