বালাগঞ্জ সিলেট (থেকে) এস এম জাহেদুল ইসলাম:::
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের ভোটে বিজয়ী হয়েছেন ৪ আওয়ামী লীগ নেতা।
শুধুমাত্র বালাগঞ্জ সদর ও পূর্বগৌরীপুর ইউনিয়নে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।
রবিবার (০৩ অক্টোবর) দুপুর ২টায় বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও এর আওতাভূক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ ভোটাধিকার প্রয়োগ করেন।
বালাগঞ্জের ৬ ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের ভোটে বিজয় হলেন যারা-
১নং পূর্বপৈলনপুর ইউনিয়নে তৃণমূল আওয়ামী লীগের ভোটে বিজয়ী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, ২নং বোয়ালজুড় ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, ৩নং দেওয়ানবাজার ইউনিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ছহুল এ মুনিম, ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম মধু,
৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নে সমান সংখ্যাক ভোট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, ৬নং পূর্বগৌরীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নানু মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজমল বেগ সমানসংখ্যক ভোট পেয়েছেন।
প্রার্থী বাছাই উপলক্ষে আয়োজিত বর্ধিত সভায়
সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা রনজিৎ সরকার, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মবশ্বির আলী সহ সিলেট জেলা আওয়ামী লীগ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..